ঢাকা: বার্সেলোনার হয়ে একের পর এক সাফল্যই যোগ হচ্ছে কোচ লুইস এনরিকের ওপর। সর্বশেষ অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সার কোচ হিসেবে ১০০তম ম্যাচ জিতে নিলেন তিনি।
রোববার রাতে সান মামেসে আতিথিয়েতা নিতে যায় বার্সা। ম্যাচে ইভান রাকিটিচের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে পুরো খেলায় বেশ কয়েকটি সুযোগ পেয়েও নষ্ট করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। বিশেষ করে উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ বার্সা সমর্থকদের হতাশ করেন।
এদিকে কষ্টার্জিত জয় পেলেও নিজের মাইলফলক ঠিকই স্পর্শ করেছেন এনরিক। স্প্যানিশ জাতীয় দলের সাবেক এ তারকা শততম ম্যাচ জিতেছেন মাত্র ১২৬ ম্যাচে দায়িত্ব পালন করে। এর আগে বার্সায় পেপ গার্দিওলা কোচ থাকাকালীন ১৩৯ ম্যাচে এই রেকর্ডটি গড়েছিলেন।
আগামী দুই সপ্তাহ বার্সার কোনো খেলা নেই। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলে যাবে ফুটবলাররা। ১০ সেপ্টেম্বর ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লা লিগার নতুন দল আলভেজের বিপক্ষে খেলবে বার্সা।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৬
এমএমএস