ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফাতেমা ঝড়ে উড়ে গেল কিরগিজস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
ফাতেমা ঝড়ে উড়ে গেল কিরগিজস্তান ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: ফাতেমা ঘাসেমি’র ব্যক্তিগত ৫ গোলে এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পয়নশিপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের মেয়েদের কাছে ৯-০ গোলে উড়ে গেছে কিরগিজস্তান মেয়েরা। টুর্নামেন্টে এটি ইরানের প্রথম জয়।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি।

এরআগে সোমবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিক অফের শুরু থেকেই বেশ গোছালো ও আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে ইরান। দলটির রক্ষণভাগ, মাঝমাঠ, টাচ লাইন ও আক্রমণ ভাগের খেলা ছিল বেশ পরিচ্ছন্ন। পক্ষান্তরে কিরগিজস্তানের খেলা ছিল অনেকটাই নিষ্প্রভ।
 

এমনই গোছালে ও পরিচ্ছন্ন খেলার ধারাবাহিকতা অব্যাহত রেখে ১৮ মিনিটে ফাতেমা ঘাসেমির গোলে ১-০ তে লিড পায় ইরান। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারাল টোর্কাম্যান।

৪২ মিনিটে ইরানকে ৩-০ তে নিয়ে যান ফাতেমি মাখদৌমি। এরপর প্রথেমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ৪-০ তে করেন রোঘাইয়ে জালাল নাসাব।
 
বিরতি থেকে ফিরে আরও ধারালো খেলা উপহার দিতে থাকে ইরান। ৫৪ মিনিটে জালে বল ঠেলে দলকে ৫-০’র ব্যবধান এনে দিলে কিরগিজস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন ফাতেমা। আর ৭১ মিনিটে তৃতীয়বারের মত স্কোর করে তুলে নেন নিজের প্রথম হ্যাটট্টিক ও দলকে এগিয়ে দেন ৬-০’র বড় ব্যবধানে। এরঠিক নয় মিনিট পরে আবার জ্বলে উঠেন ফাতেমা আর ইরান পায় ৭-০’র ব্যবধান।

ফাতেমা’র গোল উৎসবের দিনে থেমে ছিলেন না ফাতেমি মাখদৌমিও। ৮৫ মিনিটে দ্বিতীয়বার কিরগিজস্তানের রক্ষণ  ভেঙ্গে দলকে পাইয়ে দেন ৮-০ এর লিড। এরপর ৮৭ মিনিটে পঞ্চমবারের মত ফাতেমা ঘাসেমির গোলে  ৯-০ এর বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ইরান।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।