ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ছিটকে পড়লেন আগুয়েরো, মেসিকে নিয়েও শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ছিটকে পড়লেন আগুয়েরো, মেসিকে নিয়েও শঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: চোটের কারণে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার সার্জিও আগুয়েরো এবং মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। এদিকে, হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি।

 

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগুয়েরো এবং পাস্তোরের দল থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। আর মেসির ইনজুরি দ্রুত সেরে উঠবে বলে জানায় তার ক্লাব বার্সেলোনা। শঙ্কা রেখে এএফএ জানিয়েছে, ‘মেসির ইনজুরি খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গেই থাকবেন তিনি। তবে, ম্যাচে নামাটা তার চোট কাটিয়ে কত দ্রুত ফিরতে পারবেন তার উপর নির্ভর করছে। ’

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় বাম পায়ের পিছনের মাংশপেশিতে ব্যথা পান ম্যানচেস্টার সিটির তারকা আগুয়েরো। পরে তাকে ম্যাচের ৮৮তম মিনিটে মাঠ থেকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা।

এদিকে, আগুয়েরোর সঙ্গে মাংশপেশির চোটে পড়েছেন পিএসজির তারকা মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। তার ডান পায়ের পিছনের মাংশপেশিতে চোট রয়েছে বলে নিশ্চিত করে এএফএ।

আগুয়েরো ছিটকে পড়ায় আর হিগুয়েন না থাকায় সব অভিমান উড়িয়ে দিয়ে দেশের জার্সিতে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন এঞ্জেল কোরেয়া, লুকাস প্রাতো, পাওলো দিবালা এবং লুকাস আলারিও।

উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের প্রথম স্কোয়াড ঘোষণা করেন। তার ঘোষিত ২৭ জনের দল থেকে আগেই বাদ পড়েন নাপোলি থেকে ইতালির দলবদলে রেকর্ড গড়ে জুভেন্টাসে পাড়ি জমানো গঞ্জালো হিগুয়েন।

জুভিদের তারকা হিগুয়েন বাদ পড়লেও ইতালিয়ান জায়ান্টদের আরেক তারকা পাওলো দিবালা সুযোগ পান মেসি-ডি মারিয়াদের পাশে খেলার।

আগামী ০২ সেপ্টেম্বর নিজেদের মাটিতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিবাহিনী। আর ০৭ সেপ্টেম্বর আর্জেন্টাইনদের আতিথ্য জানাবে ভেনেজুয়েলা।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো, নাহুয়েল গুজমানকে।

ডিফেন্ডার: রোনকাগলিয়া, মাতিও, ফুনেস মরি, এমানুয়েল, মার্কোস রোহো, মার্টিন দেমিসিলিস, পাবলো জাবালেতা, গ্যাব্রিয়েল, নিকোলাস অটামেন্ডি।

মিডফিল্ডার: মাতিয়াস, জাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, অগাস্টো ফার্নান্দেজ, এভার বনেগা, এরিক লামেলা, নিকোলাস গাইতান, অ্যাঞ্জেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, এঞ্জেল কোরেয়া, লুকাস প্রাতো, পাওলো দিবালা এবং লুকাস আলারিও।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।