ঢাকা: ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ওয়েইন রুনিই থাকছেন। থ্রি লায়ন্সদের নতুন কোচ স্যাম অ্যালারডাইস বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ব্যর্থতায় স্টিভেন জেরার্ডের অবসর ঘোষণার পর আর্মব্যান্ড যায় রুনির হাতে। সেই থেকেই জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেড আইকন।
এদিকে, পরবর্তী ম্যাচে মাঠে নামলেই ডেভিড বেকহামকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানটা নিজের করে নেবেন রুনি (১১৫)। আগামী ৪ সেপ্টেম্বর (রোববার) স্লোভাকিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে বাছাইপর্বের মিশন শুরু করবে ইংল্যান্ড দল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।
এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী রুনির ভূয়সী প্রশংসাই করেন অ্যালারডাইস, ‘ওয়েন (রুনি) ইংল্যান্ডের জন্য চমৎকার অধিনায়ক। দুর্দান্ত নেতৃত্বগুণে সে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই তাকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার প্রশ্ন করাটা ছিল সহজ সিদ্ধান্ত। ’
‘তার রেকর্ডই তার পক্ষে কথা বলে। সে স্কোয়াডের সবচেয়ে সিনিয়র সদস্য এবং সতীর্থদের কাছে অত্যন্ত সম্মানিত। সবকিছু মিলিয়ে টিমকে লিড দিতে ওয়েনই সঠিক পছন্দ। ’-যোগ করেন অ্যালারডাইস।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরএম
** রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে ইংলিশ স্কোয়াড