ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপের পর রুনির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
রাশিয়া বিশ্বকাপের পর রুনির বিদায়

ঢাকা: ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ওয়েইন রুনিই থাকছেন। থ্রি লায়ন্সদের নতুন কোচ স্যাম অ্যালারডাইস বিষয়টি নিশ্চিত করেছেন।

ইংলিশদের দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে নিজের প্রথম ম্যাচে অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসবে না বলেই জানান তিনি।

এদিকে, সংবাদ সম্মেলনে এসে অবসরের ঘোষণা দিলেন ৩০ বছর বয়সী রুনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই তারকা জানান, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ব্যর্থতায় স্টিভেন জেরার্ডের অবসর ঘোষণার পর আর্মব্যান্ড যায় রুনির হাতে। সেই থেকেই জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেড আইকন।

এদিকে, পরবর্তী ম্যাচে মাঠে নামলেই ডেভিড বেকহামকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানটা নিজের করে নেবেন রুনি (১১৫)। আগামী ৪ সেপ্টেম্বর (রোববার) স্লোভাকিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে বাছাইপর্বের মিশন শুরু করবে ইংল্যান্ড দল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।

সংবাদ সম্মেলনে রুনি জানান, ‘রাশিয়া বিশ্বকাপই আমার জন্য সঠিক সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর। আমি এটা মনস্থির করে ফেলেছি। দেশের জার্সি গায়ে সেটাই হবে আমার শেষ সুযোগ। এই দুই বছর আমি উপভোগের চেষ্টা করব এবং আশা করি, ইংল্যান্ডের হয়ে নিজের ক্যারিয়ারটা বেশ উঁচুতে রেখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারবো। ’

মূল পর্বে ওঠার লড়াইয়ে ইউরোপের ৫৪টি দল ৯টি গ্রুপে অংশ নিচ্ছে। ‘এফ’ গ্রুপে ইংল্যান্ডের বাকি চার প্রতিপক্ষ স্কটল্যান্ড, স্লোভেনিয়া, লিথুনিয়া ও মাল্টা।

স্লোভাকিয়া ম্যাচের ইংল্যান্ড দল:
গোলরক্ষক: জো হার্ট, ফ্রেজার ফরস্টার, টম হিটন।

ডিফেন্ডার: গ্যারি কাহিল, নাথানিয়েল ক্লাইনি, ফিল জাগিয়েলকা, ড্যানি রোজ, লুক শ, ক্রিস স্ম্যালিং, জন স্টোনস, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ড্যালি আলী, মাইকেল অ্যান্তোনিও, এরিক ডায়ার, ড্যানি ড্রিংওয়াটার, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম লাল্লানা, ওয়েইন রুনি, রাহিম স্টার্লিং, থিও ওয়ালকট।

ফরোয়ার্ড: ড্যানিয়েল স্টারিজ, জেমি ভার্ডি, হ্যারি কেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।