ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত জয়ে ফ্রান্স-স্পেনের বিশ্বকাপ বাছাই প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
দুর্দান্ত জয়ে ফ্রান্স-স্পেনের বিশ্বকাপ বাছাই প্রস্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: দু’দিন পরই শুরু হচ্ছে ২০১৮ বিশ্বকাপের টিকিট নিশ্চিতে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব। তার আগে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে জায়ান্ট টিমগুলো।

ফিফা র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা বেলজিয়ামের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে স্পেন।  

আরেক হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠেই ফ্রান্সের কাছে ৩-১ ব্যবধানে হেরে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অপর ম্যাচে গ্রিসের কাছে ২-১ গোলে হারের লজ্জায় ডোবে নেদারল্যান্ডস। তিন ম্যাচেই স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিজিটররা।

জয় দিয়ে স্পেন দলের কোচিং অধ্যায় শুরু করলেন ভিসেন্তে দেল বস্কের স্থলাভিষিক্ত হওয়া জুলেন লোপেতেগুই। ডিয়েগো কস্তার পাসে ৩৪ মিনিটে দলকে লিড এনে দেন ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল আদায় করে নেন ম্যানসিটি তারকা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হ্যাজার্ড-ব্রুইনদের কোনো প্রচেষ্টাই জালের দেখা পায়নি।

ঘরের মাঠে ইউরোর ফাইনাল হতাশা কাটিয়ে দুর্দান্ত জয়ই পায় ফ্রান্স। ১৭ মিনিটে ফ্রেঞ্চদের এগিয়ে নেন উদীয়মান ফরোয়ার্ড ম্যানইউর অ্যান্থোনি মার্শাল। চার মিনিট পরেই ইতালিকে ম্যাচে ফেরান গ্রাজিয়ানো পেল্লে। ২৮ মিনিটে ভিজিটরদের আবারো লিড এনে দেন আর্সেনাল তারকা অলিভার জিরুদ। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে পল পগবার পাসে ফ্রান্সের জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল উদযাপনে মাতেন তরুণ ডিফেন্ডার লেভিন কারজাওয়া।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এমআরএম

** 
ইউরো জয়ী পর্তুগিজদের দুর্দান্ত জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।