ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি খেলতে চাইলেও বিপক্ষে আর্জেন্টাইন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
মেসি খেলতে চাইলেও বিপক্ষে আর্জেন্টাইন কোচ

ঢাকা: অবসরের সিদ্ধান্ত পাল্টে আবারো জাতীয় দলের হয়ে খেলতে নামা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে থাকা শঙ্কা সত্যিই হলো। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের ম্যাচের পর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নামতে ব্যাকুল ছিলেন মেসি।

কিন্তু, লা লিগায় বার্সেলোনার হয়ে সবশেষ খেলা ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট দেশের জার্সি গায়ে তাকে মাঠে নামতে দিচ্ছে না।

গত রোববার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সার ম্যাচে ব্যথা পান মেসি। পরে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। নিজের ইচ্ছেতেই বাছাইপর্বের ম্যাচে ব্যথা নিয়েই খেলেন উরুগুয়ের বিপক্ষে। তার দেওয়া একমাত্র গোল নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচের পুরো সময় তিনি মাঠে খেলেছেন।

মেসির ইনজুরি প্রসঙ্গে আর্জেন্টাইন নতুন কোচ এদগার্দো বাউজা জানান, ‘আমরা মেসিকে নিয়ে কোনোরকম ঝুঁকিতে যেতে রাজি ছিলাম না। তারপরও সে নিজে থেকে খেলতে চেয়েছে। যেমনটা সে চাচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে। কিন্তু, মেসি পরের ম্যাচে খেলাটা ঠিক হবে না। তাকে নিয়ে পুনরায় আমরা কোনোরকম ঝুঁকি নিতে পারি না। এ ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। ’

এক্ষেত্রে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে অধিনায়ককে ছাড়াই হয়তো খেলতে হবে আর্জেন্টিনাকে।

বাউজা আরও জানান, ‘মেসির এখনও ব্যথা আছে। আমরা তার সাথে কথা বলেছি। তার চিকিৎসকের সঙ্গেও আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন মেসির কয়েকটা দিন বিশ্রামে থাকা দরকার। মেসি আমাদের সঙ্গেই আছে, কিন্তু তাকে পরের ম্যাচে মাঠে নামানোর জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমার মনে হয় দলের সঙ্গে তার ভেনেজুয়েলায় যাওয়াটা ঠিক হবে না । ’

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা তাদের পরের ম্যাচটি খেলবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৬টায়। এর আগে মেসি পুরোপুরি সেরে উঠলেই একমাত্র তার খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান বাউজা।

উরুগুয়েকে হারিয়ে সপ্তম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডরের অর্জন ১৩ পয়েন্ট। এদিকে, ব্রাজিল ও প্যারাগুয়ের পয়েন্ট ১২।

এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলে উঠতে হবে মূল পর্বে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ০৩ সেপ্টম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।