ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ভাইয়ের খেলা দেখতে আর্জেন্টিনায় আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
ভাইয়ের খেলা দেখতে আর্জেন্টিনায় আগুয়েরো ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মিস এবং প্রিমিয়ার লিগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে কঠিন সময়ই পার করছেন সার্জিও আগুয়েরো।

এরই মধ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইংল্যান্ড থেকে দেশে ফিরে গেছেন ম্যানচেস্টার সিটি তারকা।

উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের স্কোয়াডে আগুয়েরোকে রাখেননি নতুন কোচ এডগার্দো বাউজা। ঘরের মাঠে উরগুইয়ানদের ১-০ গোলে হারানোর পর ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের (৭ সেপ্টেম্বর ভোর পাঁচটা) প্রস্তুতি নিচ্ছে আলেবিসেলেস্তেরা।

তাই লিওনেল মেসি এন্ড কো. এর সঙ্গে থাকার পরিবর্তে এস্তুডিয়ান্টেস ডি বুয়েন্স আইরেস ও দেপোর্তিভো মোরোনের মধ্যকার তৃতীয় স্তরের লিগ ম্যাচ উপভোগ করেন আগুয়েরো। যেখানে তার ভাই মাউরিসিও ডেল কাস্তিল্লো খেলেন দেপোর্তিভোর হয়ে। যদি এই ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় স্বাগতিক দল।

প্রসঙ্গত, আগামী ২৪ সেপ্টেম্বর (শনিবার) তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামবেন ২৮ বছর বয়সী আগুয়েরো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
এমআরএম

** 
তিন ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা আগুয়েরো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।