ঢাকা: বড় ছেলে থিয়াগো মেসিকে ফুটবলের প্রতি ভালবাসা জন্মানোর চ্যালেঞ্জের মুখে পড়েছেন লিওনেল মেসি! বলতে পারেন তিন বছরের থিয়াগো ফুটবলের কী-ই বা বোঝে। স্বয়ং মেসিই যে বলছেন, এই খেলাটির প্রতি তার বড় ছেলের বড়ই অনাগ্রহ।
ফুটবল বিশ্ব ‘শাসন’ করা মেসির প্রচুর ব্যক্তিগত অ্যাওয়ার্ড, বার্সেলোনার হয়ে ট্রফিময় ক্যারিয়ারও থিয়াগোর আগ্রহ তৈরিতে যথেষ্ট নয়! এদিকে, আগামী ১১ সেপ্টেম্বর এক বছর পূর্ণ হবে আর্জেন্টাইন আইকনের কনিষ্ঠ পুত্র মাতিও মেসির।
আর্জেন্টিনায় একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলের প্রতি ছেলের অনীহার কথাই তুলে ধরেন মেসি, ‘আমি তাকে (থিয়াগো) অনেক বল কিনে দিইনি বা তাকে এর সঙ্গে খেলতে বাধ্য করিনি। কারণ, সে ফুটবল খুব একটা পছন্দ করে না। ’
আশার কথাও শুনিয়েছেন মেসি। বাচ্চাদের ফুটবল খেলার জন্য নাকি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে বার্সা, ‘দেখা যাক, যদি সে এ পথে যায় তবে এটি একটি ভালো শুরু হবে। ’
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম