ঢাকা: দুর্বল লিখটেনস্টেইনকে পেয়ে রীতিমতো গোল উৎসব করলো স্পেন। বিপক্ষের জালে ৮টি গোল দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে ঘরের মাঠ স্তাদিও মিউনিসিপাল রেইনো দি লিওনে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮২ নম্বর দলকে আতিথিয়েতা জানায় স্পেন। আর বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচে দুর্বল দলটিকে পেয়ে যেন ছেলে খেলাই করলো স্বাগতিকরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম হয়ে খেলতে থাকে স্পেন। তবে প্রথমার্ধে নয় দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে লা রোজারা। কারণ প্রথমার্ধে মাত্র একটি গোল আসে। জর্জ মেরোদিওর সহায়তায় গোলটি করেন কস্তা।
বিরতির পর ৫৫ মিনিটে রোবের্টো গোল করে দলের লিড দ্বিগুন করেন। তবে চার মিনিট পরেই ব্যবধান বাড়ান সিলভা। এর এক মিনিট পরেই ভিতোলো গোলের সংখ্যা এক হালিতে নিয়ে যান।
একের পর এক আক্রমণে ব্যস্ত স্পেন ৬৬ মিনিটে ৫-০তে লিড নেয়। এবারে নিজের জোড়া গোল পূর্ণ করেন কস্তা। পরে ৮২ ও ৮৩ মিনিটে দ্রুত দুটি গোল দিয়ে ম্যাচের ব্যবধান ৭-০ করেন রিয়াল মাদ্রিদ তারকা মোরাতা। আর ম্যাচের অতিরিক্ত সময়ে লিখটেনস্টেইনের জালে শেষ পেরেকটি ঠুকে দেন সিলভা।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৮-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লোপেতেগুইর শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস