ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের নিজ নিজ ম্যাচে বড় জয় তুলে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও ওয়েলস। এদিন ১০ জনের ইতালি ৩-১ গোলের ব্যবধানে হারায় ইসরাইলকে।
ইসরাইলের মাঠ হাইফা স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় ইতালি। তবে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলে জয় তুলে নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে একটি করে গোল করেন গ্রাজিয়ানো পেল্লে (১৪) , অ্যান্তোনিও কানড্রেভা (৩১ পেনাল্টি) ও সিরো ইমোবেল (৮৩)।
ইসরাইলের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে একমাত্র গোলটি করেন তাল বেন চাহাইম। তবে ২৮ ও ৫৫ মিনিটে দু্বার ফাউল করলে রেফারি ইতালির ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনিকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় আজ্জুরিরা। কিন্তু এতে করে কোনো ফায়দা লুটতে পারেনি ইসরাইল।
অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় তুলে নেয় ফুটবল বিশ্বে নতুন শক্তি হিসেবে পরিচিত পাওয়া ওয়েলস। দুটি গোল করেন বেল। এছাড়া অন্য একটি গোলে সহায়তাও করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত ইউরোতে সেমিফাইনাল খেলা দলটি।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস