ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ। বুধবার জেমস রদ্রিগেজদের বিপক্ষে লড়বে নেইমাররা।
এর আগে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে অধিনায়ক ছিলেন মিরান্ডা। আর তিতে এবার আর্মব্যান্ড আলভেজের কাছে দিলেন। এ ব্যাপারে তিনি আগেই জানিয়েছেন, নেতৃত্বে তিনি পরিবর্তন আনবেন। যেটি তিনি কোরিন্থিয়ানসের কোচ থাকাকালীন করেছিলেন।
প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জিতে নেতৃত্বে থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা নেইমার। আর তিতে এবার চান সম্মানী এই পদটি তিনি স্কোয়াডের ফুটবলারদের মাঝে পরিবর্তন করবেন।
এ ব্যাপারে আলভেজ বলেন, ‘এই গ্রুপে অনেক নেতা রয়েছে। আর প্রত্যেকজনের নিজস্ব প্রতিভা আছে। তবে আমি মনে করি না নেতৃত্বের খুব বেশি গুরুত্ব আছে। কিন্তু এটা বড় সম্মানের যখন আপনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমি বিশ্বাস করি প্রত্যেকের মাঝেই নেতৃত্বর গুনাবলি আছে। ’
৩৩ বছর বয়সী আলভেজ কলম্বিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ৯৬তম ম্যাচ খেলবেন। গত সপ্তাহেই তিতে আলভেজের দলে থাকার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন।
ব্রাজিল একাদশ বনাম কলম্বিয়া: অ্যালিসন, দানি আলভেজ, মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো, কাসিমিরো, পাওলিনহো, রাউগুস্তো, উইলিয়ান, নেইমার, গ্যাব্রিয়েল জিসাস।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস