ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আলাভেসের বিপক্ষে ফিরছেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
আলাভেসের বিপক্ষে ফিরছেন ইনিয়েস্তা ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরিতে লা লিগায় মৌসুমের শুরুটা মিস করা আন্দ্রেস ইনিয়েস্তা মাঠে ফিরছেন শিগগিরই। পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বেশ সন্তুষ্টিই ঝরেছে বার্সেলোনা তারকার কণ্ঠে।

গত মাসে (১৫ আগস্ট) সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের প্রথমার্ধেই মাঠ ছেড়েছিলেন ইনিয়েস্তা। ডান হাঁটুর সমস্যায় প্রাথমিকভাবে অন্তত দুই সপ্তাহের জন্য চলে যান মাঠের বাইরে।

প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে তর সইছে না ইনিয়েস্তার। আগামী শনিবারই (১০ সেপ্টেম্বর) দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেলতে পারেন স্প্যানিশ মিডফিল্ডার। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।

এক সাক্ষাৎকারে নিজের পুনবার্সন প্রক্রিয়া নিয়ে ইনিয়েস্তার ভাষ্য, ‘ভালো। আমার হাঁটুর সমস্যা সেরে উঠছে এবং আমি আশাবাদী যে, আগামী কয়েকদিন ধরে তা অব্যাহত থাকবে। ’

ইনিয়েস্তাকে ছাড়াই লা লিগায় প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। অন্যদিকে, সেল্টিকের বিপক্ষে মঙ্গলবারের (১৩ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১টা) ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করবে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।