ঢাকা: আগামী ২৪ অক্টোবর ৩১-এ পা রাখবেন ওয়েইন রুনি। যিনি ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
আর দশটি ম্যাচে মাঠে নামলেই শিলটনকে ছাড়িয়ে যাবেন রুনি। বসবেন দেশের জার্সিতে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার তালিকার শীর্ষে। গত রোববার (৪ সেপ্টেম্বর) স্লোভাকিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের মধ্য দিয়ে ইংল্যান্ডের প্রান্তভাগের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন রুনি। পেছনে ফেলেন ডেভিড বেকহামকে।
অবশ্য, নিজের রেকর্ড হুমকির মুখে পড়ছে বলেই রুনির অবসর চাচ্ছেন না ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শিলটন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রুনি আর স্ট্রাইকার আছে বলে আমি মনে করি না। আমরা তাকে এখানে মানিয়ে নেয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চোখে সে মিডফিল্ডার নয়। হবেও না। ’
‘মাঠে কয়েকবার তার পায়ে বল দেখা যায়, কিন্তু আমি মনে করি না, সে খুব বেশি কার্যকরী। আমার মতে, ইউরো শেষেই তার অবসর নেওয়া উচিৎ ছিল। এটা সে আমার রেকর্ড ভাঙবে পারবে বলে বলছি না। এখনো অনেক দূরে। যদি সে পারে এবং ভালো খেলে তবে ভালো। ’-যোগ করেন ৬৬ বছর বয়সী শিলটন।
ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৫৩) হওয়ার অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন আগেই। এবার ম্যাচ সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে ছুটছেন ওয়েইন রুনি।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এমআরএম