ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সমতায় শেষ হলো বাংলাদেশ-ভুটান ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
সমতায় শেষ হলো বাংলাদেশ-ভুটান ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: স্বাগতিক হয়েও হোম গ্রাউন্ডের বাড়তি সুবিধা কাজে লাগাতে পারলো না বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ প্লে অফ-২ এর প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভুটানের বিপক্ষে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।

আর এই ড্র’য়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু’দল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কিক অফের শুরু থেকেই স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ভুটানের আক্রমণভাগের লড়াইয়ে প্রকম্পিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়াম।
 
তবে আক্রমণের এই প্রতিযোগিতায় এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশই। ১৬ মিনিটে ভুটান বক্সের ডান দিক থেকে দারুণ এক ক্রস তুলেছিলেন রুবেল। কিন্তু সেই ক্রস থেকে আসা বলটিকে শাখাওয়াত হোসেন রনি কাজে লাগাতে না পারলে গোল বঞ্চিত হয় বাংলাদেশ।
 
এর ছয় মিনিট পরে আবার ভুটান সীমানায় গিয়ে রুবেল ক্রস তুলেছিলেন কিন্তু দুর্ভাগ্য স্বাগতিক শিবিরের। এবারও রনি ক্রসটিকে কাজে লাগাতে না পারলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের।

বাংলাদেশের আক্রমণের দিনে পিছেয়ে ছিল না সফরকারী ভুটানও। কিন্তু লাল-সবুজের গড়া সুরক্ষিত রক্ষণদূর্গে তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত হলে গোলশূন্য অবস্থা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর আক্রমণভাগকে শান দিয়ে ভুটান সীমানায় ঝাঁপিয়ে পড়ে কোচ সেইন্টফিটের শিষ্যরা। কিন্তু তাদের প্রতিটি আক্রমণই আছড়ে পড়ে গোলরক্ষক হ্যারি গুরুংয়ের হাতে।

প্রথমার্ধের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বাংলাদেশ দক্ষতার সাথে খেলেও গোলের দেখা পায়নি। স্বাগতিকদের বেশ কয়েকটি সুযোগকে প্রতিহত করেন ভুটান গোলরক্ষক।   
 
তবে স্বাগতিকদের জন্য আশার কথা হলো তাদের রক্ষণ নৈপুণ্যে দ্বিতীয়ার্ধের পুরো সময়ে বাংলাদেশের গোলবারে একটি শটও নিতে পারেনি ভুটানের খেলোয়াড়রা।

বাংলাদেশের গোলপোস্টে তাদের একমাত্র শটটি ছিল ৬৬ মিনিটে ফ্রি কিক থেকে। কিন্তু তারাং গুরুংয়ের সুইং ফ্রি কিকটি চলে যায় গোলবারের বাইরে দিয়ে।
 
এরপর আর একবারও সফরকারী ভুটান বাংলাদেশ সীমানায় কোনো আক্রমণ রচনা করতে না পারলে গোলশূন্য ড্র নিয়েই দু’দলকে মাঠ ছাড়তে হয়।

১০ অক্টোবর ভুটানে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ৬ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।