ঢাকা: ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই হোঁচট খেল ইউরোর দুই ফাইনালিস্ট ফ্রান্স ও পর্তুগাল। বেলারুশের মাঠে গোলশূন্য ড্রয়ের হতাশায় পোড়েন পগবা-জিরুদ-গ্রিজম্যানরা।
ফ্রান্স-পর্তুগালের দুঃস্বপ্নের রাতে উড়ন্ত জয়ে বাছাইপর্ব শুরু করেছে ফিফা র্যাংকিংয়ের দুইয়ে থাকা বেলজিয়াম। সাইপ্রাসের মাঠে হ্যাজার্ডদের সঙ্গে জোড়া গোল উদযাপনে মাতেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। অপর গোলটি করেন অ্যাতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার ইয়ানিক কারাস্কো। আরেক হাইভোল্টেজ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।
‘এ’ গ্রুপের ম্যাচটিতে বেলারুশের বিপক্ষে পরিষ্কার ফেভারিট ছিল ফ্রান্স। কিন্তু পুরো ম্যাচ জুড়েই দিদিয়ের দেশমসের শিষ্যদের চোখেমুখে গোলের হাহাকারই ফুটে ওঠে। ইউরোয় আলো ছড়ানো দিমিত্রি পায়েতও ত্রাতার ভূমিকায় আসতে পারেননি। শেষ পর্যন্ত তারকাসমৃদ্ধ ফ্রেঞ্চদের পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়।
ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক রোনালদোকে ছাড়াই ‘বি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় পর্তুগাল। ইউরোর ফাইনালে (১১ জুলাই) ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে সি আর সেভেন।
দুই ফরোয়ার্ড এম্বোলো ও মেহমেদি নৈপুণ্যে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় সুইসরা। এই ব্যবধানেই খেলার নিষ্পত্তি ঘটে। নির্ধারিত সময়ের আগে ভিজিটরদের ম্যাচে ফেরাতে ব্যর্থ হন নানি-মুতিনহোরা।
অন্যান্য ম্যাচের ফলাফল: এ্যান্ডোরা ০-১ লাটভিয়া, বসনিয়া ৫- এস্তোনিয়া, বুলগেরিয়া ৪-৩ লুক্সেমবার্গ, ফারো আইসল্যান্ডস ০-০ হাঙ্গেরি, জিব্রাল্টার ১-৪ গ্রিস।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
এমআরএম