ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে দেশের ৪৬টি জেলার উপজেলা পর্যায়ে ধারাবাহিক ভাবে চলছে তৃণমুল থেকে প্রতিভাবান অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম-২০১৬।
এরই ধারাবাহিকতায় শনিবার (১০সেপ্টেম্বর) দ্বিতীয় পর্বে দেশের ১৪টি জেলার মোট ৯০টি উপজেলাতে প্রতিভাবান অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
১৪টি জেলার ৯০টি উপজেলাতে ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রমে সর্বমোট ৬,৭৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করে।
শেষ হওয়া ১৪টি জেলা হলো: নড়াইল, ফেনী, নিলফামারি, বরগুনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, মৌলভীবাজার, নাটোর, হবিগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, পটুয়াখালী ও জামালপুর।
উল্লেখ্য বাফুফের ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় এ পর্যন্ত সারা দেশে মোট ৪৬টি জেলার মধ্যে ২৭টি জেলায় উপজেলা পর্যায়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম শেষ হয়েছে।
শেষ হওয়া ২৭টি জেলার ১৬২টি উপজেলাতে সর্বমোট ১২,১৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করে। আগামী ২০সেপ্টেম্বর থেকে তৃতীয় ধাপে ১৬টি জেলায় ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়ে প্রতিভাবান অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড় প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম-২০১৬ শুরু হবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস