ঢাকা: ভাগ্যের সহায়তায় চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে গানাররা।
এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইলো গত মৌসুমের রানার্সআপ আর্সেনাল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬০ হাজারেরও বেশি দর্শকের মনে যে শঙ্কা জেগেছিল ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় তা দূর হয়ে যায়। পিছিয়ে পড়েও ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে সান্তি কাজোরলার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
ম্যাচের ১৮তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। স্বাগতিক গোলরক্ষ পিতর চেকের ব্যর্থতায় ডি-বক্সের ঠিক বাইরে থেকে সার্বিয়ার মিডফিল্ডার দুসান তাদিচের ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে মাটিতে পড়ে। পরবর্তীতে পিতর চেকের পিঠে লেগে বল জালে জড়ালে ১-০ তে পিছিয়ে পড়ে আর্সেনাল।
তবে, ২৯ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। গোল শোধে মরিয়া হয়ে থাকা গানারদের হয়ে গোল করেন লরাঁ কোসিয়েলনি। ফরাসি এই ডিফেন্ডারের গোলটিও ছিল দর্শক মাতানো। কর্নার থেকে উড়ে আসা বলে বাইসাইকেল কিক নেন তিনি। আর সাউদাম্পটনের জালে বল জড়ালে ১-১ এ ম্যাচে ফেরে আর্সেনাল।
বিরতির পরও গোলের জন্য মরিয়া হয়ে উঠেন আর্সেনালের হয়ে মাঠে নামা বেলেরিন, মুস্তাফি, মনরিয়াল, কাজোরলা, ওয়ালকট, মেসুত ওজিল, চেম্বারলেইন, অলিভার জিরুদ, অ্যালেক্সিজ সানচেজরা।
রেফারির শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ভাগ্য ফেরে আর্সেনালের। নিজেদের ডি-বক্সে জিরুদকে ফাউল করেন সাউদাম্পটনের হোসে মিগুয়েল। তাতে পেনাল্টি পায় আর্সেনাল। আর এমন সুযোগকে হাতছাড়া না করে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড সান্তি কাজোরলা।
বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি