ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের আর্জেন্টাইন জাদু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জুভেন্টাসের আর্জেন্টাইন জাদু ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরি আ’তে ৩-১ গোলের ব্যবধানে সহজ জয় পেয়েছে জুভেন্টাস। তুরিনোয় ঘরের মাঠে সাসুলোকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় জুভিরা।


 
এ ম্যাচে জয়ের ফলে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্ট দলটি।
 
জুভিদের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। বাকি গোলটি করেন প্যাজনিক। আর সাসুলোর হয়ে একমাত্র গোলটি করেন আন্তেই।
 
পুরো ম্যাচের চারটি গোলের সবক’টি হয় মাত্র ৩৩ মিনিটে। খেলার চতুর্থ মিনিটে জুভিদের এগিয়ে নেন হিগুয়েন। দশম মিনিটে তার জোড়া গোল পূর্ণ হয়। ২৭ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন প্যাজনিক। আর ৩৩ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোলটি করেন আন্তেই।
 
দলের প্রথম গোলটিতে আর্জেন্টাইন তারকা হিগুয়েনকে সহায়তা করেন তারই স্বদেশী দিবালা। আর দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করেন সামি খেদিরা।
 
জুভেন্টাসের হয়ে মাঠে নেমেছিলেন বুফন, বেনাশিয়া, বনুচ্চি, চিয়েলিনি, সামি খেদিরা, প্যাজনিক, সান্দ্রো, পাওলো দিবালা এবং হিগুয়েন। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মারিও মান্দজুকিচ, হার্নানেসরা। তবে, ৩৩ মিনিটের পর আর কোনো দল গোলের দেখা পায়নি।
 
বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।