ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

১০৩ ম্যাচ পরে ডায়নামোর হার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
১০৩ ম্যাচ পরে ডায়নামোর হার! ছবি: সংগৃহীত

ঢাকা: অনন্য এক নজিরই গড়েছে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেব। ঘরের মাঠ স্টাডিয়ন মাকসিমিরিতে লিগের খেলায় টানা ১০৩ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখলো দলটি।

সবশেষ লিগের ম্যাচে ওসিজিকের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ডায়নামো।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডায়নামো সর্বশেষ ঘরের মাঠ স্টাডিয়ন মাকসিমিরিতে হেরেছিল ২০১০ সালের জুলাইয়ে। সেবার রিজেকার বিপক্ষে ২-১ গোলে হার মানে তারা।  

এদিন হারের পর অবশ্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ডায়নামোর অধিনায়ক ডোমাগোজ অ্যান্তোলিক। তিনি বলেন, ‘আমাদের এই হারের জন্য আমরা খুবই দুঃখিত। প্রতিপক্ষ ভালো দল, তবে এই হার আমরা কামনা করিনি। ’

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ডায়নামো। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রেঞ্চ ক্লাব লিওন। এই গ্রুপে আরও আছে স্প্যানিশ দল সেভিয়া ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।