ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ভারতে বাংলাদেশ দল

বেনাপোল (যশোর): প্রতিবেশী দেশ ভারতের নয়া দিল্লীতে সুব্রত মুখার্জি ইন্টারন্যাশনাল ফুটবল কাপ ট‍ুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশি খেলোয়ারের ১৮ সদস্যের একটি দল ভারতে গেছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে নয়া দিল্লীর উদ্দেশে যাত্রা করেন তারা।

এ দলে দলনেতা হিসেবে রয়েছেন উজ্জ্বল চক্রবর্তী এবং টিম ম্যানেজার হাসানুল আল মাসুদ। ২৫ সেপ্টেম্বর নয়া দিল্লীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর খেলা শেষে তারা দেশে ফিরবেন বলে জানা গেছে।

দলনেতা উজ্জ্বল চক্রবর্তী বাংলানিউজকে জানান, দিল্লীতে প্রতি বছর সুব্রত মুখার্জি কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশের খেলোয়াররা অংশগ্রহণ করেন। ভালো খেলা উপহার দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এজেডএইচ/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।