ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আমরাই জিতবো লা লিগা: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
আমরাই জিতবো লা লিগা: রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক মৌসুমে স্প্যানিশ লা লিগায় শিরোপার জন্য মূলত যুদ্ধ হয় বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মাঝেই। এদিকে, অ্যাতলেতিকো মাদ্রিদকেও শিরোপার দৌড়ে বাইরে রাখা বোকামি।

তবে, চলমান মৌসুমের লা লিগা জিতবে রিয়াল-এমনটি জানিয়ে রেখেছেন দলের গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো।

চলতি লিগের মাত্র তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছে। তাতে তিন ম্যাচের তিনটিতেই জয় নিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট রিয়ালের। রোনালদো বাহিনীর অবস্থান শীর্ষে থাকলেও বার্সা তিন ম্যাচের দুটিতে জিতে আর একটিতে হেরে অর্জন করেছে ৬ পয়েন্ট। মেসি-নেইমার-সুয়ারেজদের দলটির অবস্থান ছয় নম্বরে। এদিকে, তিন ম্যাচের একটিতে জয় আর দুটিতে ড্র করে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৫ পয়েন্ট। অ্যান্তোনিও গ্রিজম্যানের দলটির অবস্থান সাত নম্বরে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার থেকে এগিয়ে থাকা রিয়ালের প্রাণভোমরা রোনালদো জানান, ‘আমি ক্লাবের হয়ে যথাসম্ভব বেশি শিরোপা জিততে চাই। এবারের লা লিগার চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য বিশেষ কিছু হবে। আর আমি রিয়ালকে এই শিরোপা জেতাতে চাই। আমার বিশ্বাস রিয়াল এবারের লা লিগার চ্যাম্পিয়ন হবে। ’

লা লিগায় নিজেদের নতুন মৌসুম দুর্দান্ত শুরু করেছে জানিয়ে রোনালদো বলেন, ‘আমাদের শুরুটা বেশ ভালো হয়েছে। আমরা চেষ্টা করবো আসরের শেষ পর্যন্ত নিজেদের এই পারফর্ম ধরে রাখতে। যদিও এটা দীর্ঘ একটা টুর্নামেন্ট তারপরও আশা রাখছি এই শিরোপা আমাদের ঘরেই যাবে। ’

রোনালদো আরও যোগ করেন, ‘রিয়াল বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। এখানে বিশ্বের সেরা ফুটবলারই খেলে থাকে। আমার ক্যারিয়ারও এখানেই বেশ ভালো অবস্থায় রয়েছে। তাহলে কেন আমি এমন একটি ক্লাব ছেড়ে চলে যাবো? আর কেনই বা এই ক্লাবের হয়ে শিরোপা জিততে চাইবো না? এ মৌসুমের লা লিগা আমরাই জিতবো। ’

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।