ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে নামছে বার্সা-আর্সেনাল-পিএসজি-ম্যানসিটি-বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
মাঠে নামছে বার্সা-আর্সেনাল-পিএসজি-ম্যানসিটি-বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: শুরু হচ্ছে ইউরোপ সেরার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর প্রথম দিনেই মাঠে নামবে জায়ান্ট দলগুলো।

২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের আসর শুরু করবে জায়ান্ট সব দলগুলো। প্রথম দিনের ম্যাচগুলোর মাঝে থাকছে হাইভোল্টেজ কিছু ম্যাচ।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ, জার্মান ফেভারিট বায়ার্ন মিউনিখ, সিরি আ তারকাদের নিয়ে সাজানো নাপোলি, ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, আর্সেনাল আর ফ্রেঞ্চ লিগের সেরা পিএসজি তাদের চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করবে।

সবগুলো খেলা সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) পৌনে একটায় অনুষ্ঠিত হবে।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে সেল্টিক। কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নামবে লুইস এনরিকের শিষ্যরা। সবশেষ নিজেদের খেলা ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বার্সা। একটি ম্যাচ হেরেছে মেসি-নেইমার-সুয়ারেজরা। একই পরিসংখ্যান নিয়ে বার্সার মাঠে আতিথ্য নেবে সেল্টিক। কাতালানদের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে সেল্টিক।

বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলবে রোস্তভের বিপক্ষে। ডায়নামো কিভের বিপক্ষে আতিথ্য নেবে নাপোলি। ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিক ম্যানসিটির প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। পিএসভির মাঠ এডিনহোভেনে খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদ।

প্রথম দিনের হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে পিএসজি আর আর্সেনালের মধ্যকার ম্যাচটিকে। ফ্রেঞ্চ লিগ জয়ী পিএসজির মাঠে খেলতে নামবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।