ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যালন ডি অর জিতবে গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ব্যালন ডি অর জিতবে গ্যারেথ বেল ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ওয়েলসের রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। আর ইংলিশ ক্লাব টটেনহামের সাবেক এই তারকা ফুটবলার খুব শিগগিরই ব্যালন ডি অর জিতবে বলে বিশ্বাস করেন ক্লাবটির সাবেক ম্যানেজার হ্যারি রেডন্যাপ।

সম্প্রতি শেষ হওয়া ইউরোতে গ্রুপপর্বে ওয়েলসেকে একাই টেনে তোলেন বেল। প্রথম তিন ম্যাচেই গোল করেন তিনি। স্লোভাকিয়া ও ইংল্যান্ডের পর রাশিয়ার বিপক্ষেও গোল করেছেন। ওয়েলসের হয়ে ৫৮ বছরের পুরনো রেকর্ডও ভেঙেছেন রিয়াল তারকা। বড় টুর্নামেন্টে দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়েন বেল। ১৯৫৮ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিল ওয়েলস। ওটাই তাদের সর্বশেষ বড় আসর। ওই আসরে দুই গোল করেছিলেন ইভর আলচার্চ। এবার তাকেও ছাড়িয়ে যান ৬২ ম্যাচে ২৪ গোল করা বেল।

দুর্দান্ত খেলে চলা বেল প্রসঙ্গে রেডন্যাপ জানান, ‘হ্যাঁ, বেল ব্যালন ডি অর জেতার যোগ্যতা রাখে। আমি মনে করি এ মুহূর্তে সে শীর্ষ পাঁচ ফুটবলারদের একজন। দুর্দান্ত মেধাসম্পন্ন বেল খুব শিগগিরই ব্যালন ডি অর নিজের করে নেবে। ’

ইংলিশ ক্লাব টটেনহাম আর সাউদাম্পটনের হয়ে খেলা বেল প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘ইংলিশ দলগুলোর প্রয়োজন বেলকে আবারো ইংলিশ প্রিমিয়ারে ফিরিয়ে আনা। তাহলে টুর্নামেন্টটিই ভিন্ন রঙ পাবে। যদি ম্যানসিটি তাকে কিনে নেয়, আমার বিশ্বাস সিটিজেনরাই শিরোপা জিতবে। আবার যদি সে টটেনহামেও ফিরে আসে, তবে আমি বলবো টটেনহামের শিরোপা জেতার সম্ভাবনা থাকবে। তেমনি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিয়ে আসলে ক্লাবের প্রত্যাশা স্বাভাবিকভাবেই শিরোপার দিকে থাকবে। ’

বেলের সাবেক ম্যানেজার জানান, ‘আপনি যদি বেলকে অনুশীলন মাঠে দেখে থাকেন, দেখবেন সে অন্যদের থেকে কিছুটা আলাদা। সত্যিই সে ড্রিবলিংয়ে বিশেষ কিছু। জোরালো শট কিংবা দ্রুতগতিতে দৌড়াতে তার জুড়ি মিলবে না। সে অল্প জায়গা থেকেও যেভাবে দৌড়ের গতি বাড়ায়, দূরত্ব বাড়লেও কোনো সমস্যায় পড়ে না সে। সে সব কিছুই করতে পারে, গোল করতে পারে, সতীর্থদের দিয়ে গোল করাতে পারে। তাকে পুরোপুরি ফুল একটি প্যাকেজ বলা যায়। তাহলে কেন সে ব্যালন ডি অর জিতবে না? বিস্ময়কর এই প্রতিভা খুব শিগগিরই ব্যালন ডি অর জিতবে।

এবারের ইউরো সেরা তিনজনের তালিকায় ছিলেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। আর নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোয় খেলতে নেমে ওয়েলসকে সেমি-ফাইনালে তুলতে দেশকে সামনে থেকে নেতৃত্ব দেন বেল।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।