ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর এই হ্যাটট্রিকের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কাতালান সুপারস্টার।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ৫টি হ্যাটট্রিককে টপকে এখন এককভাবে শীর্ষে মেসি। আর্জেন্টিনার এই দলপতি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে সর্বোচ্চ ৬টি হ্যাটট্রিকের মালিক হলেন।
সেল্টিকের বিপক্ষে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকেই লুইস এনরিকের বার্সা জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
সেল্টিকের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। ২৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। আর খেলার ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি।
চ্যাম্পিয়ন্স লিগের আসরে পাঁচটি হ্যাটট্রিক আছে রোনালদোর। তিনটি করে হ্যাটট্রিক পেয়েছেন জার্মানির মারিও গোমেজ, ইতালির ফিলিপ্পো ইনজাঘি এবং ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো। দুটি করে হ্যাটট্রিক করেছেন আরও ১২ জন ফুটবলার।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি