ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর ‘স্পেশাল’ ম্যাচে বিশেষ উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
রোনালদোর ‘স্পেশাল’ ম্যাচে বিশেষ উপহার

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার মিশনে নেমে হোঁচট খেতে গিয়েও বেঁচে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পর্তুগালের জায়ান্ট স্পোর্টিং লিসবনের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো আর আলভারো মোরাতার শেষ মুহূর্তের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের রিয়াল।


 
বাংলাদেশ সময় রাত পৌনে একটায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেয় পর্তুগালের দল স্পোর্টিং লিসবন।
 
শুরুর একাদশে রোনালদো-বেল-বেনজেমা ঠিকই ছিলেন। তারপরও বিশ্বসেরা এই আক্রমণভাগকে কোনো সুযোগই দেয়নি স্পোর্টিং লিসবন। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়া পর্তুগিজ দল লিসবনকে জিততে দেয়নি পর্তুগালের প্রাণভোমরা রোনালদো। উল্টো মোরাতার গোলে পরাজয় সঙ্গী করে ফিরতে হয়েছে লিসবনকে।
 
এ ম্যাচটি ছিল রোনালদোর জন্য স্পেশাল বা বিশেষ ম্যাচ। নিজ দেশের ক্লাবটিতে তিনি শৈশব কাটিয়েছেন। মাত্র ১২ বছর বয়সে সেই ক্লাবে যোগ দিয়েছিলেন রোনালদো। সেখানেই তাকে গড়ে তুলেছিল ক্লাবটি। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেন। পরে স্প্যানিশ জায়ান্ট রিয়ালে নাম লেখান পর্তুগালকে এবারের ইউরো চ্যাম্পিয়ন করা রোনালদো।
 
লিসবনের ক্লাবটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো সুযোগ আদায় করতে পারেননি ‘বিবিসি’ খ্যাত বেল-বেনজেমা-ক্রিস্টিয়ানো রোনালদোরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই স্বাগতিকদের লজ্জা দেয় আতিথ্য নেওয়া লিসবন। খেলার ৪৭ মিনিটের মাথায় ব্রুনো সিজারের গোলে ১-০ তে লিড নেয় পর্তুগিজ দলটি।
 
পুরো ম্যাচে দুর্দান্ত খেলা লিসবন ম্যাচের একেবারে শেষ দিকে খেই হারিয়ে ফেলে। শেষ ৫ মিনিটে পর পর দুই গোল হজম করতে হয় অতিথিদের। ম্যাচের ৮৯তম মিনিটে গোল করে (১-১) দলকে বড় লজ্জার হাত থেকে রক্ষা করেন রোনালদো। আর যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন মোরাতা (২-১)। দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করেন জেমস রদ্রিগেজ।
 
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।