ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘এমএসএন’ এর বোঝাপড়া বেড়েই চলেছে: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
‘এমএসএন’ এর বোঝাপড়া বেড়েই চলেছে: নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: মেসি-সুয়ারেজ-নেইমার (এমএসএন) একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষের কী হাল হতে পারে, তা সম্প্রতি দেখেছে ফুটবল বিশ্ব! চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা স্কটিশ ক্লাব সেল্টিককে হারিয়েছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে। লিওনেল মেসি হ্যাটট্রিক করেন।

জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। একটি গোল করেছেন নেইমার। তবে, চারটি গোলেই অবদান ছিল ব্রাজিল তারকার।

মৌসুম শুরুর পর বেশিরভাগ সময় জুড়েই সবার প্রশংসা কুড়ান ‘এমএসএন’ ত্রয়ী মেসি-সুয়ারেজ-নেইমার। বার্সার আক্রমণভাগের তিন তারকার মধ্যে সম্পর্কটা কতটা মধুর সেটিই নতুন করে বলেছেন ব্রাজিল সেনসেশন নেইমার। খারাপ মুহূর্তগুলোতেও একে অপরকে বেশ সহায়তা করেন বলেই মনে করেন তিনি।

গত মৌসুমে দক্ষিণ আমেরিকার তিন তারকার হাত ধরে বার্সা আরেকটি ট্রেবল জিতবে বলেই মনে হচ্ছিল। কিন্তু, চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নেওয়ায় সেটি হয়নি। তবে, প্রায় প্রতি ম্যাচের স্কোরশিটেই থাকে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের নাম।

পারস্পরিক সম্পর্কের বন্ধনই মেসি-সুয়ারেজ-নেইমারকে ফুটবল ইতিহাসে আক্রমণভাগের সেরা ত্রয়ীতে পরিণত করছে বলে বিশ্বাস নেইমারের। তিনি জানান, ‘মেসি, সুয়ারেজ আর আমি ভালো সময়ে তো বটেই, খারাপ মুহূর্তেও একে অপরকে সাহায্য করি। যেটা ফুটবল জগতে কিছুটা অস্বাভাবিক। আমরা শুধু মাঠেই না, মাঠের বাইরেও দারুণ বন্ধু। ’

নেইমার আরও যোগ করেন, ‘এটা সত্যিই দারুণ যে আমরা তিনজন চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম এক সঙ্গেই শুরু করতে পেরেছি আর আমাদের ম্যাচটিও জিতে নিয়েছি। নিজেদের পারফর্মে আমরা খুশি। আসলে আমরা একে অন্যকে খুব ভালোভাবে জানি। মাঠে কে কি চিন্তা করছি সেটিও আমরা জানি ও বুঝতে পারি। মাঠে আমাদের কিভাবে রানিংয়ে থাকতে হবে, কিভাবে কোন সময়ে পজিশন বদলাতে হবে সব কিছুই সময় মতো বুঝতে পারি। আমাদের বোঝাপড়া দিনকে দিন বেড়েই চলেছে। আর এটাই আমাদের সেরা আক্রমণভাগ হয়ে উঠতে সহায়তা করছে। ’

নেইমার তার দুই বন্ধু প্রসঙ্গে জানান, ‘আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে খেলিনা। নিজেদের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে মাঠে নামিনা। ম্যাচে স্কোর করতে কার না ভালো লাগে। আমাদেরও গোল করতে ভালো লাগে। তবে, বার্সার হয়ে আমি গোল করলাম নাকি মেসি করলো অথবা সুয়ারেজ গোল পেলো সেটি আমাদের চিন্তার বিষয় না। আমরা শুধু গোল করতে চাই, একে অন্যকে সাহায্য করতে চাই আর অবশ্যই গোলের সুযোগ করে খুশি থাকতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।