ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আজব শাস্তিতে কোচ হচ্ছেন মেসির ভাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
আজব শাস্তিতে কোচ হচ্ছেন মেসির ভাই ছবি: সংগৃহীত

ঢাকা: জরিমানাও গুনলেন, আবার অদ্ভুত শাস্তিও পেলেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসির বড় ভাই মাতিয়াস মেসি। আর শাস্তি হিসেবে তাকে ফুটবল দলের কোচ হতে হচ্ছে!

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এই অদ্ভুত শাস্তি পেয়েছেন মাতিয়াস মেসি।

গত বছর ০৩ অক্টোবর নিজের অডি এ-৫ গাড়িতে আগ্নেয়াস্ত্র বহন করেছিলেন তিনি। লাইসেন্সবিহীন পয়েন্ট ২২ বারের পিস্তলটি রাখার দায়ে তাকে ৪০০ মার্কিন পাউন্ড জরিমানা করা হয়।

বিচারক গঞ্জালো লোপেজের আদালত থেকে জানানো হয়, মেসির জন্মস্থান রোসারিওর স্থানীয় একটি দলের কোচ হিসেবে কমপক্ষে এক বছর কাজ করতে হবে মাতিয়াসকে। প্রতি সপ্তাহে কমপক্ষে চার ঘণ্টা করে ক্লাবটিকে সময় দিতে হবে। আর এই এক বছরের মধ্যে তিনি নিজের ঠিকানা বদল করতে পারবেন না।

৩৪ বছর বয়সী মাতিয়াসকে ক্লাবটির টেকনিক্যাল ও শারীরিক শিক্ষার ক্লাস নিতে বলা হয়েছে।

মেসির ভাইয়ের অভিযোগ গুরুতর হলেও সমাজসেবামূলক উদ্দেশ্যে তাকে ‘শাস্তি’ দিয়েছেন বিচারক। শাস্তির অংশ হিসেবে আগামী এক বছর তিনি কোনোরকম মাদক নিতে পারবেন না।

এর আগেও বিভিন্ন কারণে জরিমানা গুনেছিলেন মাতিয়াস। ২০০৮ সালের অক্টোবরে তিনি কোমরে রাখা বেল্টের সঙ্গে আগ্নেয়াস্ত্র বহন করেছিলেন। সেবারও স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এছাড়া, ২০১১ সালে পুলিশি ঝামেলায় জড়ান তিনি। সে বছর কে বা কারা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। মাতিয়াস নিজ বাসায় থাকাকালীন মোটরবাইকে যাবার সময় কয়েকজন তার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।