ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে গ্রিজম্যান-তোরেসের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
বড় জয়ে গ্রিজম্যান-তোরেসের জোড়া গোল

ঢাকা: স্প্যানিশ লা লিগার চলমান আসরে স্পোর্টিং গিজনের বিপক্ষে বড় জয় পেয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৫-০ গোলের বিশাল জয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে দিয়েগো সিমিওনের শিষ্যরা।


 
নিজেদের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে অ্যাতলেতিকোর হয়ে জোড়া গোল করেন অ্যান্তোনিও গ্রিজম্যান এবং ফার্নান্দো তোরেস। বাকি গোলটি করেন গ্যামেইরো।
 
এ ম্যাচে মাঠে নামার আগে লিগের এবারের আসরে নতুন আসা আলাভেস ও লেগানেসের বিপক্ষে ড্র করে অ্যাতলেতিকো। নিজেদের তৃতীয় ম্যাচে সেল্টাভিগোর মাঠে ৪-০ গোলে জিতেছিল গ্রিজম্যানরা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতেই এই ম্যাচে নেমেছিল সিমিওন শিষ্যরা। দুই দলের বিপক্ষে হোঁচট খাওয়ার ধাক্কা সামলে স্বরূপে ফিরেছে মাদ্রিদের দলটি। নিজেদের টানা দ্বিতীয় জয় পেলো অ্যাতলেতিকো।
 
খেলার দ্বিতীয় মিনিটেই গোল করেন গ্রিজম্যান। গ্যামেইরোর অ্যাসিস্ট থেকে গোলটি করেন ফরাসি এই তারকা। পঞ্চম মিনিটে গ্যামেইরো নিজেই আরেকটি গোল করেন ফিলিপে লুইসের অ্যাসিস্ট থেকে। পর পর দুই গোলে পিছিয়ে শুরু করে আতিথ্য নেওয়া স্পোর্টিং গিজন।
 
৩১তম মিনিটে গোলবারের প্রায় ২২ গজ দূর থেকে জোড়ালো শট নেন গ্রিজম্যান আর বল গিয়ে স্পোর্টিংয়ের জালে জড়ায়। ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
 
বিরতির পর খেলার ৭২ মিনিটের মাথায় নিজের প্রথম আর দলের চতুর্থ গোলটি করেন তোরেস। স্প্যানিশ এই তারকা নিজের দ্বিতীয় আর দলের পঞ্চম গোলটি করেন পেনাল্টির সুযোগ থেকে। যোগ করা অতিরিক্ত সময়ে অ্যাতলেতিকো ৫-০ তে এগিয়ে যায়।
 
লিগে ৪ ম্যাচ খেলা অ্যাতলেতিকো ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ তিন ম্যাচের তিনটিতে জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর চার ম্যাচ খেলা বার্সা ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।
 
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।