ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

স্পেনে ফিরতে মরিয়া বেলজিয়ান গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
স্পেনে ফিরতে মরিয়া বেলজিয়ান গোলরক্ষক ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদে তিন মৌসুম ধারে খেলেই নিজেকে ‘হাফ স্প্যানিশ’ অনুভব করছেন থিবো কোর্তোয়া। লা লিগায় কাটানো সময়টাকে বড্ড মিস করছেন ২৪ বছর বয়সী এ বেলজিয়ান গোলরক্ষক।

তাইতো চেলসি ছেড়ে স্পেনে ফিরতে চান তিনি। ব্লুজদের সঙ্গে চুক্তি নবায়নের অনাগ্রহের কথাও জানিয়ে দিয়েছেন।

২০১১ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে বেলজিয়ান ক্লাব জেঙ্ক ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান কোর্তোয়া। কিন্তু ইংলিশ জায়ান্টদের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের আগেই তাকে অ্যাতলেতিকোতে ধারে খেলতে পাঠায় চেলসি। সেখানে তিন মৌসুম কাটানোর পর ২০১৪ সালে তাকে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরিয়ে আনেন হোসে মরিনহো। ওই বছরই উদীয়মান এ গোলরক্ষকের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সেরে নেয় ব্লুজরা।

অ্যাতলেতিকোর জার্সিতে একটি করে লা লিগা, কোপা দেল রে, ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা উল্লাসে মেতেছিলেন কোর্তোয়া। দলকে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তুলতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাদ্রিদের ক্লাবটিতে সময় ফুরিয়ে যাওয়ার পর নাকি চোখের জল ফেলেছিলেন কোর্তোয়া। তাই ভবিষ্যতে লা লিগায় প্রত্যাবর্তনের ইচ্ছার কথাটাও জানিয়ে রাখলেন।

স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে কোর্তোয়া বলেন, ‘আমি হাফ স্প্যানিশ বোধ করি। যখন বিদায় বলেছিলাম তখন আমার খারাপ সময় ছিল। এটা সহজ ছিল না। আমি কেঁদেছিলাম। অ্যাতলেতিকো আমার ফ্যামিলি ক্লাব। আমি এখনো তাদের ভালোবাসা অনুভব করি। ’

অ্যাতলেতিকোকে ফিরতে আগ্রহী কিনা এমন প্রশ্নে কোর্তোয়ার প্রতিক্রিয়া, ‘হ্যাঁ, কিন্তু শুধুমাত্র ক্লাবের কারণে নয়, মাদ্রিদ ও পুরো দেশের জন্য। প্রথম মিনিট থেকেই স্পেনের সঙ্গে আমার ভালোলাগা জন্ম নিয়েছিল। সেখানকার মানুষ, লাইফস্টাইল, খাবার... আমি এখনো স্প্যানিশ ডিনার খাই এবং বিকেলে ঘুম দিই। টেলিভিশনে যা দেখি তার অধিকাংশই স্প্যানিশ... আমি হাফ স্প্যানিশ। ’

২০১৮-১৯ মৌসুম শেষে চেলসি ছাড়তে চেষ্টা করতে পারেন বলেও জানান কোর্তোয়া, ‘চেলসিতে আমার আরো তিন বছর চুক্তি রয়েছে। ২০১৮ সালে যখন বর্তমান চুক্তির শেষ মৌসুমে পা রাখব, তখন তা নবায়ন বা ক্লাব ছাড়ার বিষয়টি মূল্যায়ন করবো। ’

বলা বাহুল্য, ‘গত মৌসুম শেষে ট্রান্সফার উইন্ডোতে কোর্তোয়ার অ্যাতলেতিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন ওঠেছিল।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।