ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

লিগ কাপে লিভারপুলের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
লিগ কাপে লিভারপুলের জয়

ঢাকা: লিগ কাপের আসরে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্ট দল লিভারপুল। স্বাগতিকদের জালে লিভারপুলের হয়ে বল জড়ান ক্লাভান, ফিলিপে কোউতিনহো আর ওরিগি।


 
টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের এই ম্যাচের ১৪ মিনিটের মাথায় লিড নেয় আতিথ্য নেওয়াল লিভারপুল। কোউতিনহোর দুর্দান্ত পাস থেকে কাউন্টির জালে বল জড়ান ক্লাভান। এরপর ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লিভারপুল। ফিরমিনোর ক্রস থেকে সতীর্থ কেউ গোল আদায় করতে পারেনি।
 
১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে খেলার ৫০ মিনিটের মাথায় আবারো বল পায়ে ঝলক দেখান ফিরমিনো। এবারে তার অ্যাসিস্ট থেকেই গোল করেন কোউনিতহো। ৫৪ মিনিটে ওরিগির গোলে লিভারপুল লিড বাড়িয়ে নেয় ৩-০ তে।
 
বাকি সময়ে কাউন্টির ডি-বক্সে জট পাকিয়ে গোল আদায়ের চেষ্টা করেও নতুন করে স্কোরলাইনের পরিবর্তন আনতে পারেনি লিভারপুল। ফলে, ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
 
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।