ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যাচ বাঁচালেও রেকর্ড গড়া হয়নি রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ম্যাচ বাঁচালেও রেকর্ড গড়া হয়নি রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়া হলো না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। প্রতিযোগিতার সফলতম দলটি ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়ালের বিপক্ষে।


 
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে থেকে ম্যাচে ফিরলেও জয় তুলে নিতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা।
 
গত মৌসুমে টানা ১২ ম্যাচ জয়ের পর এবার টানা চার ম্যাচ জিতে মোট ১৬টি লিগ ম্যাচ জয়ের রেকর্ডে বার্সেলোনার সঙ্গে শীর্ষে ছিল রিয়াল। গত রোববার এসপানিওলকে হারিয়ে পাঁচ বছর আগে বার্সার গড়া লা লিগায় টানা সর্বোচ্চ ১৬ ম্যাচ জয়ের রেকর্ডকে টপকে যেতে আজকের ম্যাচটি জিততে হতো রোনালদো বাহিনীর।
 
এককভাবে শীর্ষে থাকার রেকর্ড গড়তে ব্যর্থ রিয়াল। নিজেদের মাঠে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ডি-বক্সের মধ্যে সার্জিও রামোস হাত দিয়ে বল ঠেকানোয় পেনাল্টি পায় ভিয়ারিয়াল। আর তা থেকে দলকে এগিয়ে নিতে সমস্যা হয়নি স্পেনের মিডফিল্ডার ব্রুনোর।
 
১-০ গোলে পিছিয়ে পড়া রিয়ালকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরান রামোস। ভিয়ারিয়ালকে গোল উপহার দেওয়ার আক্ষেপে পুড়তে হয়নি তাকে। ৪৮ মিনিটের মাথায় রামোসের গোলে সমতায় ফেরে রিয়াল। রদ্রিগেসের কর্নারে হেডে বল জালে জড়ান রিয়াল অধিনায়ক রামোস। তবে, ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল পায়নি জিদানের শিষ্যরা।
 
এ ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন ক্যাসিলা, দানিলো, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, মার্সেলো, কোভাচিচ, টনি ক্রুস, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, করিম বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো, কারভাহাল, লুকাস ভাজকুয়েজ, আলভারো মোরাতা।
 
রিয়াল নিজেদের ৫ ম্যাচ থেকে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনার অবস্থান।
 
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।