ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে শীর্ষে ফিরলো জুভিরা, জয় পেল ইন্টারও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
বড় জয়ে শীর্ষে ফিরলো জুভিরা, জয় পেল ইন্টারও জুভেন্টাস-ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান ঘরোয়া লিগ সিরিআতে এক ম্যাচ পরেই আবার শীর্ষে ফিরলো জুভেন্টাস। ক্যাগলিয়ারিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় ম্যাসিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

অন্যদিকে আগের ম্যাচে এই জুভিদেরই বধ করা ইন্টারমিলান এদিন এমপোলিকে ২-০ গোলে হারিয়েছে।

বুধবার রাতে ঘরের মাঠ তুরিনে ক্যাগলিয়ারিকে আতিথিয়েতা জানায় জুভিরা। আর একের পর এক আক্রমণ করে খেলার প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায়। ড্যানিয়েল রুগানি, গঞ্জালো হিগুইন ও দানি আলভেজ গোলগুলো করেন। বিরতির পর ম্যাচের ৮৩ মিনিটে বিপক্ষ ফুটবলার লুকা চিপেটইল্লি আত্মঘাতি গোল করলে এক হালি গোল পূর্ণ করে  মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অন্যদিকে এমপোলির মাঠ স্তাদিও কার্লো ক্যাস্তেলানিতে খেলতে যায় ইন্টার। আর আগের ম্যাচে জুভিদের হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে থাকা দলটি এদিনও সহজ জয় তুলে নেয়। দলের হয়ে জোড়া গোল করেন মাউরো ইকার্দি। লিগ টেবিলে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইন্টার। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।