ঢাকা: ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) লোগো প্রকাশ করেছেন উয়েফার নতুন প্রেসিডেন্ট আলেক্সান্ডার সেফেরিন। ১৩টি স্বাগতিক দেশের সমন্বয়ে অনুষ্ঠিত হবে ইউরোর ১৬তম আসর।
লন্ডনে লোগো উন্মোচন অনুষ্ঠানে সেফেরিন বলেন, ‘উয়েফা চায় ২০২০ টুর্নামেন্টে ফুটবলের প্রকৃত উদযাপন যা আমরা সবাই ভালোবাসি এবং লালন করি। একবারে আমাদের মহাদেশের চার কোণায় মেগা ইভেন্টটি ছড়িয়ে দিতে এর চেয়ে আর সেরা উপায় আর কী হতে পারে?’।
লোগোর গ্রাফিক্স ডিজাইন করেছে ‘Y&R’। যেখানে একাধিক রঙের সমর্থকদের উচ্ছ্বাসের প্রতীকী চিত্র ফুটে উঠেছে। সন্দেহাতীতভাবেই ডিজাইনে বিভিন্ন সংস্কৃতি প্রতিফলিত হয়েছে কারণ, ইউরোপের ১৩টি দেশে পরবর্তী ইউরো উদযাপিত হবে।
লন্ডন ছাড়াও আজারবাইজান, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, রোমানিয়া, রাশিয়া, স্কটল্যান্ড ও স্পেনে ম্যাচগুলো আয়োজন করা হবে। ১৩ শহরের ১৩টি ভেন্যুতে হবে ২০২০ ইউরো।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআরএম