ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্নের লেভাকে হারানোর ভয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
বায়ার্নের লেভাকে হারানোর ভয় ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ার্ন মিউনিখে বর্তমান চুক্তির অবস্থা নিয়ে অতটা তোড়জোড় নেই রবার্ট লেভানডফস্কির। চুক্তি নবায়নে তাড়াহুড়ো করতে চান না ২৮ বছর বয়সী পোলিশ ফরোয়ার্ড।

সব পক্ষকেই সন্তুষ্ট রাখতে চান ‘লেভা’। তাকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি তো বেশ পুরোনোই!

জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে ২০১৯ সালে লেভানডফস্কির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। গুঞ্জন উঠছে, ক্লাবের নতুন প্রস্তাবে সম্মত হচ্ছেন তিনি। তার প্রতি অন্যান্য ইউরোপিয়ান জায়ান্টদের নজর স্পষ্ট, বিশেষ করে রিয়াল। কিন্তু এখনো শান্তই থাকছেন লেভানডফস্কি।

এক সাক্ষাৎকারে বায়ার্নের ‘গোলমেশিন’ বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি, আমরা একটি সমাধান খুঁজে বের করবো। আমি ভালো অনুভব করছি এবং একটি দীর্ঘ চুক্তিও আছে। আমার কাছে এটা (চুক্তি নবায়ন) কোনো বিষয় নয়। এক বা দুই সপ্তাহের মধ্যে আমরা এই কাজ করছি না। ’

‘কোনটা ভালো সিদ্ধান্ত হবে তার জন্য সবকিছুতেই শান্তি প্রয়োজন। ইতোমধ্যেই সিজন শুরু হয়েছে, এটা সহজ হবে না যখন প্রতি তিনদিনে খেলতে হয়। এটা (নতুন চুক্তি) আরো লম্বা সময় নেবে কারণ, আমি ট্রেনিং ও ম্যাচে মনোযোগ দিচ্ছি। ’-যোগ করেন লেভানডফস্কি।

২০১৪ সালে বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ‍পাঁচ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন লেভানডফস্কি। বাভারিয়ানদের জার্সি হাড়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৭৬ বার।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।