ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সর্বকালের সেরা স্ট্রাইকার নির্বাচিত রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
সর্বকালের সেরা স্ট্রাইকার নির্বাচিত রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ নাম্বার নাইন খেলোয়াড় এখন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম এর ভোটিং পোলে পাঠকদের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন দু’বারের বিশ্বকাপ জয়ী।

সর্বকালের সেরা স্ট্রাইকার হওয়ার দৌড়ে জার্ড মুলার, মার্কো ফন বাস্তেন ও রোমারিওদের মতো গ্রেট স্ট্রাইকারদের বিপুল ভোটে পেছনে ফেলেন ৪০ বছর বয়সী রোনালদো। প্রায় ১০ হাজার পাঠক সাবেক এ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলান তারকাকে বেছে নেন।

নেদারল্যান্ডস আইকন ফন বাস্তেনের বাক্সে গেছে ১,১২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আর্জেন্টাইন সুপারস্টার গ্যাব্রিয়েল বাতিস্তুতা ঠিক তার পেছনেই অবস্থান করছেন।

এ তালিকায় ছয় শতাংশ ভোট পেয়ে শীর্ষ তিনের বাইরে মুলার। বিশ্বকাপ জয়ী জার্মান কিংবদন্তির পরেই আছেন প্রয়াত পর্তুগিজ লিজেন্ড ইউসেবিও, হাঙ্গেরির এক সময়ের তুখোড় স্ট্রাইকার ফেরেনক পুসকাস ও লাইবেরিয়ার জর্জ উইয়াহ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।