ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বিপিএল সিলেট পর্বের জমকালো উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
বিপিএল সিলেট পর্বের জমকালো উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিপিএল সিলেট পর্বের জমকালো উদ্বোধন হয়ে গেলো শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়। স্টেডিয়ামের গ্যালারিপূর্ণ দর্শকরা আলোর ঝলকানিতে উপেভোগ করেন উদ্বোধনী অনুষ্ঠান।

এদিন সন্ধ্যা ৭টায় বেলুন উড়িয়ে বিপিএল সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনের পরই ছিলো আলোর ঝলকানি।   চারিদিকে রঙিন আলোকবাতি জ্বলে ওঠে বাদ্যযন্ত্রের তালে তালে। পুরো স্টেডিয়ামের দর্শকরা তা দেখে হুল্লোড়ে মেতে ওঠে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ বাফুফের কর্মকর্তারা।

অন্যদিকে, উপস্থাপকের মাইকে ঘোষণা, সিলেটের দর্শক মাতাতে আসছেন পপ সম্রাজ্ঞী মমতাজ ও হালের জনপ্রিয় ব্যন্ডদল নিয়ে পপতারকা আইয়ুব বাচ্চু। এছাড়াও সুরের ঝঙ্কার তুলবেন এ সময়ের জনপ্রিয় তারকা লিজা এবং কমেডি তারকা আবু হেনা রনিও।

সন্ধ্যা ৭টার দিকে ঝিরঝির বৃষ্টি নেমে আসায় সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। তবে বাংলাদেশের জনপ্রিয় এ দুই শিল্পীর কনসার্ট সরাসরি উপভোগ করতে অপেক্ষমান রয়েছে সিলেটের মানুষ।

ফুটবলে দেশের সবচেয়ে বড় আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল) সিলেট পর্ব আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) শুরু হবে। এতে ঢাকার ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন আর শেখ জামাল ধানমন্ডির ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ পর্বের লড়াই।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এনইউ/এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।