ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় ঝোপগাড়ী দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব সংঘের সভাপতি মিলন মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাহাত আলী ডাবলু, জুলফিকার ইসলাম জুয়েল, আমিনুর ইসলাম, সংঘের সাধারণ সম্পাদক সবুজ, মিল্লাত হাসান, ছাত্রলীগ নেতা মিম পোদ্দার, গোলাম রসুল প্রমুখ।

শেষে প্রধান অতিথি টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী ধরমপুর দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।