ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডে ফিরতে চান ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ইংল্যান্ডে ফিরতে চান ডি মারিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসে সময়টা ভালো যাচ্ছে না অ্যাঙ্গেল ডি মারিয়ার। ফিরতে চান প্রিমিয়ার লিগে।

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে বেশ আগ্রহী চেলসি কোচ অ্যান্তোনিও কন্তে। সব মিলিয়ে আগামী দলবদলের বাজারে (ট্রান্সফার উইন্ডো) বড় চমকই অপেক্ষা করছে!

স্প্যানিশ ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, চলতি মৌসুমে ইউনাই এমেরিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই নাকি পিএসজি অসুখী ডি মারিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডে ভুলে থাকার মতো অভিজ্ঞতা সত্ত্বেও ইংল্যান্ডে ফেরার কথা ভাবছেন ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।

সূত্রমতে, ডি মারিয়ার একজন বড় প্রশংসক ইতালির সাবেক কোচ কন্তে। এ মৌসুমেই যিনি ইংলিশ জায়ান্টদের দায়িত্ব কাঁধে নেন। পছন্দের খেলোয়াড়টিকে তার কোচিং করানোর ইচ্ছাটা পূরণ হবে কিনা সেটিই এখন দেখার বিষয়! তেমনটি হলে ডি মারিয়ার ইংলিশ লিগে প্রত্যাবর্তন দেখবে ফুটবল বিশ্ব।

বলা বাহুল্য, প্রিমিয়ার লিগে ডি মারিয়ার খেলার অভিজ্ঞতা সুখকর ছিল না। রিয়াল মাদ্রিদ অধ্যায়ের (২০১০-১৪) ইতি টেনে ২০১৪ সালে সে সময়ের ব্রিটিশ ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে পাড়ি জমিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে। কিন্তু মাত্র এক মৌসুম খেলেই ম্যানইউ ছেড়ে পিএসজিতে নাম লেখান।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।