ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সুব্রত কাপের ফাইনালে বিকেএসপি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সুব্রত কাপের ফাইনালে বিকেএসপি

ঢাকা: দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত সুব্রত কাপ অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বিকেএসপি। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে তারা ৪-২ গোলে আফগানিস্তান অনূর্ধ্ব-১৪ দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।


 
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল করতে পারেনি কোনো দল। ট্রাইবেকারে প্রথম চার শ্যুটআউটেই গোল করে জয় নিশ্চিত করে বিকেএসপির যুবারা।
 
বিকেএসপির গোলরক্ষক মিতু প্রতিপক্ষের দুটি শট ফিরিয়ে দিলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা দলটি।
 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শিরোধা নির্ধারণীতে চন্ডিগড় ও এনসিসি’র মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে বিকেএসপি।
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।