ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ডর্টমুন্ডের মাঠে আবারো ব্যর্থ রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
ডর্টমুন্ডের মাঠে আবারো ব্যর্থ রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে অপরাজেয় থাকার সংখ্যাটা ৬ ম্যাচে নিয়ে গেল বুরুশিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে এগিয়ে থেকেও আন্দ্রে শুরলের শেষ মুহূর্তের গোল জয়বঞ্চিত করে জিনেদিন জিদানের শিষ্যদের।

এ ম্যাচের আগে বুরুশিয়ার বিপক্ষে শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচেই হারের লজ্জায় ডুবেছিল রিয়াল। এবারের আসরে সেই আক্ষেপ ঘোঁচানোর সুবর্ণ সুযোগই হাতছাড়া করলো স্প্যানিশ জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যে ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ভিজিটররা। ঠিক তখনই গ্যালাকটিকোদের স্বপ্নে পানি ঢেলে দেন জার্মান উইঙ্গার শুরলে।

খেলা শুরুর ১৭ মিনিটে রিয়ালকে লিড এনে দেন রোনালদো। প্রথমার্ধের দুই মিনিট আগে স্বাগতিকদের সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক উবামেয়াং। ৬৮ মিনিটে লস ব্লাঙ্কসদের আবারো স্বস্তি এনে দেন ফ্রেঞ্চ সেন্টারব্যাক ভারান। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়েন বেল-রোনালদো-টনি ক্রুসরা। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে লেগিয়া ওয়ারশকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং লিসবন।

এদিকে, ‘এইচ’ গ্রুপে উড়ন্ত জয় পেয়েছে জুভেন্টাস। ডায়নামো জাগরেবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অন্যান্য ম্যাচের ফলাফল: সিএসকে মস্কো ০-১ টটেনহাম, কোবেনহ্যাভন ৪-০ ক্লাব ব্রুজ, লিচেস্টার সিটি ১-০ পোর্তো, মোনাকো ১-১ বায়ার লেভারকুসেন, সেভিয়া ১-০ অলিম্পিক লিঁও।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।