ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ইউরোপে ঝড় তুলবে ‘পরবর্তী মেসি’ (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ইউরোপে ঝড় তুলবে ‘পরবর্তী মেসি’ (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: রোমেলু লুকাকু, ভিনসেন্ট কোম্পানি, ইউরি তিলেমান্স...যুব একাডেমি থেকে এমন অনেক তারকা খেলোয়াড় তৈরির জন্য বেশ খ্যাতি আন্ডারলেখটের। এটা স্পষ্ট যে, বেলজিয়ান জায়ান্টরা আরেকটি বিশেষ প্রতিভা আবিষ্কার করেছে।

১০ বছর বয়সী রায়ান বোউনিদাকে ভাবা হচ্ছে ‘পরবর্তী মেসি’। দু’বছর আগেই আন্ডারলেখটের নজরে আসে সে। বল নিয়ে অনায়াসেই কয়েকজনকে কাটিয়ে যেতে পারে এ উঠতি ফুটবলার। যেন তরুণ লিওনেল মেসি।

একাডেমিতে ছোট্ট বোউনিদার দু’বছর হয়ে গেছে। তার ফুটবলীয় নৈপুণ্যে ক্লাব কর্তৃপক্ষ বেশ উচ্ছ্বসিত। এ বয়সেই ড্রিবলিং সহ সহজাত দক্ষতায় মাঠের খেলায় সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখছে সে।

আন্ডারলেখট কী আসলেই পরবর্তী মেসির সন্ধান পেয়ে গেছে? যদি তাই হয়, কে জানে! অদূর ভবিষ্যতে বোউনিদা ইউরোপে ঝড় তুললেও অবাক হওয়া কিছু থাকবে না। নামটি মনে রাখবেন...

চলুন দেখে নেওয়া যাক রায়ান বোউনিদার কারিকুরি:

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।