ঢাকা: ফর্মটা খুবই খারাপ যাচ্ছে ওয়েন রুনির। যার কারণে অধিনায়ক থাকা স্বত্বেও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি।
গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে লড়ে ওল্ড ট্রাফোডের দলটি। পরে ইউরোপা লিগে জরইয়া লুহানস্কের বিপক্ষেও মাঠে নাম জায়ান্ট ক্লাবটি। তবে দুটি ম্যাচেই প্রথম একাদশের বাইরে ছিলেন রুনি।
মরিনহো অবশ্য জানিয়েছে রুনির নেতৃত্ব হারানো নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ‘ওয়েন হচ্ছে অধিনায়ক, এটা কোনো বিষয় না যে সে মাঠে না মাঠের বাইরে। । সে আমার অধিনায়ক, ক্লাবের অধিনায়ক ও ফুটবলারদের অধিনায়ক। ’
২০০৪ সাল থেকে ম্যানইউ’র হয়ে এখন পর্যন্ত ৩৭৪টি ম্যাচ খেলেছেন রুনি। যেখানে তিনি গোল করেছেন ১৭৯টি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস