ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র ড্রয়ের রাতে হারের লজ্জা পেল সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
ম্যানইউ’র ড্রয়ের রাতে হারের লজ্জা পেল সিটি ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে স্টোক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হার মানলো টটেনহাম হটস্পারের বিপক্ষে।

 

রোববার রাতে ওল্ড ট্রাফোডে স্টোককে আতিথিয়েতা জানায় ম্যানইউ। তবে এদিন প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে রেড ডেভিলস তারকা অ্যান্তোনিও মার্শাল স্বাগতিকদের হয়ে লিড নেন। কিন্তু ৮২ মিনিটে জো অ্যালেন সফরকারীদের হয়ে গোল করে সমতা আনে। পরে এই স্কোরের ড্র নিয়েই মাঠ ছাড়েন হোসে মরিনহো।

অন্য ম্যাচে টটেনহামের মাঠ হোইট হার্ট লেনে আতিথিয়েতা নিতে যায় সিটিজেনরা। কিন্তু খেলার ৯ মিনিটে আলেকজেন্ডার কোলারভের আত্মঘাতি গোলে ১-০ গোলে পিছিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। আর খেলার ৩৭ মিনিটে আলী গোল করলেও ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সার্জিও আগুয়েরোরা। অবশ্য এ ম্যাচ হারলেও এখনও লিগ টেবিলের শীর্ষেই রয়েছে সিটি।

রাতের আরেক খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে গোলশূন্য অবস্থায় রুখে দিয়েছে সাউদাম্পটন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।