ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ভুটানেরর বিপক্ষে বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ভুটানেরর বিপক্ষে বাংলাদেশের ২৩ সদস্যের দল ঘোষণা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা মামুনুল ইসলাম ও জাহদি হাসান এমলিকে নিয়েই এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের  প্লে অফ-২ এর অ্যাওয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (৫ অক্টোবর)  বাফুফে এই স্কোয়াড ঘোষণা করে।

ফিরতি লেগের ম্যাচে ১০ অক্টোবর থিম্পুতে স্বাগতিক ভুটানকে মোকাবলো করবে সফরকারী বাংলাদশে। আর সেই লক্ষ্যে ৭ অক্টোবর ভুটানের উদ্দশ্যে ঢাকা ছাড়বে কোচ সেইন্টফিটের শিষ্যরা।

এর আগে গেল ৬ সেপ্টেম্বর প্রথম লেগের ম্যাচে ঢাকায় ভুটানের বিপক্ষে গোল শূণ্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের ২৩ সদস্যে চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: মামুন খান, নেহাল ও রানা।  

ডিফেন্ডোর: রেজাউল করিম, রায়হান হাসান, আতিকুর রহমান ফাহাদ, মামুন মিয়া ও তপু বর্মন।  

মিডফিল্ডার: এনামুল হক, রুবেল মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, মামুনুল ইসলাম, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট, ইমন মাহমুদ, আতিকুর রহমান মিশু ও এনামুল হক শরীফ।

ফরোর্য়াড: জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, জুয়েল রানা, জাফর ইকবাল, মেহবুর হাসান নয়ন ও সোহেল রানা।

এর আগে গেল ২৯ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাফুফে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।