ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

হেরেই গেল আর্জেন্টিনা, জয়ের ধারায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
হেরেই গেল আর্জেন্টিনা, জয়ের ধারায় ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে পয়েন্ট খোঁয়ালো মেসিবিহীন আর্জেন্টিনা। ভেনেজুয়েলা ও পেরুর সঙ্গে ড্রয়ের পর এবার প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠেই ১-০ গোলে হেরে গেছে ম্যারাডোনার উত্তরসূরিরা।

অন্যদিকে, নেইমারকে ছাড়াই ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল।

ইনজুরি আক্রান্ত লিওনেল মেসির অভাবটা ভালোই টের পাচ্ছে আর্জেন্টিনা। হোম ভেন্যুর সুবিধা নিয়েও সমর্থকদের এক ‍রাশ হতাশাই উপহায় দিয়েছে আলবিসেলেস্তেরা। ১৮ মিনিটেই স্বাগতিকদের জালে বল পাঠান প্যারাগুয়ের তরুণ ফরোয়ার্ড ডারলিস গঞ্জালেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সার্জিও আগুয়েরো। পেনাল্টি শট মিস করে বসেন ম্যানসিটি তারকা। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি বাউজার শিষ্যদের। পুরো ম্যাচজুড়ে ডি মারিয়া-দিবালা-হিগুয়েইনদের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে।

টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা ম্যাচটি মিস করেন নেইমার। সে যাই হোক, বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার ফর্মটা ঠিকই ধরে রাখে তিতের শিষ্যরা। আট মিনিটে সেলেকাওদের লিড এনে দেন অলিম্পিক হিরো গ্যাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন চেলসি উইঙ্গার উইলিয়ান। ২-০ গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যান্য ম্যাচের মধ্যে কলম্বিয়ার মাঠে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে উরুগুয়ে। পেরুকে ২-১ গোলে হারিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। আর বলিভিয়া-ইকুয়েডর ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

উরুগুয়ের হোঁচটে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। ১০ ম্যাচ শেষে ৬ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে সেলেকাওদের সংগ্রহ ২১। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে উরুগুয়ে। পাঁচ নম্বরে আর্জেন্টিনা (১৬)। সমান ১৭ পয়েন্টে তিনে ইকুয়েডর ও চতুর্থ স্থানে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা প্যারাগুয়ের পরই চিলির অবস্থান (১৪)। পরের তিনটি অবস্থানে যথাক্রমে পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, অক্টোর ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।