ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে চেলসির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিল গত আসরে চমক জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া লিচেস্টার সিটি। তবে, নিজেদের অষ্টম ম্যাচে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা।

শনিবার (১৫ অক্টোবর) চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আতিথ্য নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক ব্লুজরা লিচেস্টারকে চেপে ধরে খেলতে থাকে।

চেলসিকে প্রথম গোল পাইয়ে দেন দিয়েগো কস্তা। ম্যাচের সপ্তম মিনিটে লিচেস্টারের জালে বল জড়ান এই স্প্যানিশ। নেমানজা ম্যাটিকের অ্যাসিস্ট থেকে গোলটি করেন কস্তা। চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন এডেন হ্যাজার্ড। খেলার ৩৩তম মিনিটের মাথায় ব্লুজদের এগিয়ে নিতে বেলজিয়ান তারকা হ্যাজার্ডকে দিয়ে গোল করান পেদ্রো রদ্রিগেজ।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক চেলসি। বিরতির পর আরও একটি গোল করে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।

খেলার ৮০ মিনিটের মাথায় চেলসির হয়ে তৃতীয় গোলটি করেন ভিক্টোর মসেস। ৩-০ গোলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ব্লুজরা।

এ ম্যাচে জয়ের পর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করলো চেলসি। আর সমান ম্যাচ খেলে লিচেস্টারের অর্জন ৮ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।