ঢাকা: চ্যাম্পিয়নস লিগে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচে অপরাজেয় থাকলো জিনেদিন জিদানের শিষ্যরা।
‘এফ’ গ্রুপে অপর ম্যাচটিতে পর্তুগালের স্পোর্টিং লিসবনকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মান জায়ান্টরা। তিন ম্যাচ শেষে পয়েন্ট সমান হলেও (দুই জয়, দুই ড্রয়ে ৭) রিয়ালের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে ডর্টমুন্ড।
জিদানের একমাত্র আক্ষেপ হয়তো ‘গোলমেশিন’ ক্রিস্টিয়ানো রোনালদোর গোল না পাওয়া। সে যাই হোক, ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে ২০১৪ সালের ডিসেম্বরের পর প্রথম গোলের দেখা পেয়েছেন গ্যারেথ বেল। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটের মাথায় রিয়ালকে লিড এনে দেন ওয়েলস তারকা।
তিন মিনিট না যেতেই লেগিয়া ডিফেন্ডার থমাসের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুন হয় স্বাগতিকদের। এর তিন মিনিট পরেই ম্যাচে ফেরে ভিজিটররা। ডি-বক্স সীমানায় দানিলোর ট্যাকলের শিকার মিরোস্লাভ রাডোভিক পেনাল্টি থেকে বল জালে জড়ান।
এটিই পুরো ম্যাচে লেগিয়ার একমাত্র সান্ত্বনা! ৩৭ মিনিটে উঠতি মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিওর নৈপুণ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। দ্বিতীয়ার্ধের ৬৮ ও ৮৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান বদলি হিসেবে নামা দুই স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস ভাজকুয়েজ ও আলভারো মোরাতা।
এদিকে, ‘এইচ’ গ্রুপে ন্যূনতম ব্যবধানের জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। জুভিদের কাছে ১-০ গোলে হেরেছে স্বাগতিক লিঁওন। ‘জি’ গ্রুপের খেলায় ডেনিশ ক্লাব কোবেনহাভনকে সমান ব্যবধানে হারিয়ে টানা তিন ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি।
অন্যান্য ম্যাচের ফলাফল (প্রথমে স্বাগতিক): বায়ার লেভারকুসেন ০-০ টটেনহাম, ক্লাব ব্রুজ ১-২ পোর্তো, সিএসকে মস্কো ১-১ মোনাকো, ডায়নামো জাগরেব ০-১ সেভিয়া।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমআরএম