ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কোপেনহেগেনকে জরিমানা করলো উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
কোপেনহেগেনকে জরিমানা করলো উয়েফা ছবি:সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষে কোপেনহেগেন সমর্থকরা আতশবাজি প্রদর্শন করায় ডেনমার্কের ক্লাবটিকে জরিমানা করলো উয়েফা। ম্যাচটি শুরুর আগেই দলটির সমর্থকরা গ্যালারিতে আতশবাজির মাধ্যমে লাল আলো জ্বালান।

 

মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নস লিচেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে মুখোমুখি হয় ডেনিশ চ্যাম্পিয়ন কোপেনহেগেন। তবে সমর্থকদের এমন অপরাধে উয়েফার ধারা ১৬’র (২) অনুযায়ী শাস্তি পেতে হলো গভর্নিবডিকে।

এ ম্যাচে কোপেনহেগেনকে ১-০ গোলে হারায় ক্লাউদিও রানিয়েরির শিষ্যরা। ফলে নিজেদের তিন ম্যাচে তিনটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’তে শীর্ষে রইল দলটি। সমান ম্যাচের চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে কোপেনহেগেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।