ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

লিভারপুলের জয়ের দিনে আর্সেনালের হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
লিভারপুলের জয়ের দিনে আর্সেনালের হতাশার ড্র  সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টব্রুমকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের ষষ্ঠ জয় তুলে নিয়েছে লিভারপুল। আর এ জয়ে ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে ম্যানসিটিকে হটিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল অলরেডরা।


 
এর আগে শনিবার (২২ অক্টোবর) ঘরের মাঠ অ্যানফিল্ডে ২০ মিনিটে সাদিও মানি’র গোলে প্রথমেই এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কোতিনহো।
 
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে গিয়েছে সফরকারী ওয়েস্টব্রুম। কিন্তু হয়নি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক শিবির।
 
তবে বিরতি থেকে ফিরে জাল খুঁজে পায় ওয়েস্টব্রুম। ৮১ মিনিটে দলের রক্ষণভাগের খেলোয়াড় গ্যারেথ ম্যাকওলে’র সেট পিসের গোলে ২-১ এ ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টব্রুম।
 
এদিকে, অ্যামিরেটস স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে সমর্থকদের হতাশ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। টেবিলের ১৭ নম্বরের মিডেলসবার্গের সঙ্গে গানাররা মাঠ ছেড়েছে গোলশূন্য ড্র করেই। এটি আর্সেনালের মৌসুমের দ্বিতীয় ড্র।     
 
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৬
এইচএল/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।